ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি সচল আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
৮ মে সোমবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সামনে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকার মৃত. কলিম উদ্দিনের ছেলে সবুর হাসান ওরফে জুলুন (২৬) এর কাছ থেকে ১৩০ বোতল ফেনসিডিল, ১ টি মোটরসাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (নিরস্ত্র) জহুরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে সবুর ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গির রতন দিঘী গ্রামের ইসরাইল ওরফে ফুচকুন (২৬) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় আগ্নেয়াস্ত্রটি তার চাচাতো ভাই রানার (৩৫) নিকট রাখা আছে। তার তথ্যমতে অভিযান চালিয়ে রানাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। এসময় রানার বাড়িতে একটি চটের ব্যাগের ভেতরে রক্ষিত শপিং ব্যাগে পেচানো অবস্থায় ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র (ওয়ান সুটার গান) ও একরাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নবিউল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গি থানায় ৮ মে সোমবার আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় একটি মামলা দায়ের করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ডিএসবির ভারপ্রাপ্ত কর্মমর্তা আব্দুল মতিন প্রধানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available