মুন্সীগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তিকে একসঙ্গে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। যেন অন্য কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে। বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, এই প্রতিরোধ তারুণ্যের প্রতিরোধ। সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, জুলাই-আগস্টের অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তবর্তীকালীন সরকার। তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে বিচার সঠিক হয় না। আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয়।
তিনি বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর অনেক আকাঙ্ক্ষা এখনো অবাস্তবায়িত আছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।
গণপূর্ত উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। এর জন্য আলাদা অধিদপ্তর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
অনুষ্ঠানে আন্দোলনে শহীদ জেলার ১৬ পরিবারের সদস্যরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তাদের হাতে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা।
জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available