মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৫ বছর তারা সভা-সমাবেশ করা যেত না। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে এখন স্বাধীনভাবে সভা-সমাবেশ করার সুযোগ তৈরি হয়েছে।
জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বিলম্ব চলবে না। মানুষ ভোট দিতে চায়। ভোট দেবার সুযোগ করে দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তা নাহলে আওয়ামীলীগের মতো হবে। আমাদের নেতা তারেক রহমানের কথা মানতে হবে। সে অনুযায়ী কাজ করেত হবে। যাতে ধানের শীষের ভোট বাড়ে। দলের ইমেজ বাড়ে সে অনুযায়ী কাজ করার আহবান জানান।
২৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে অরণখোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অরণখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, নাসিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রনি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক হযরত আলী শেখ, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ।
সমাবেশে বিএনপি, কৃষক দল, যুবদল,ছাত্র দল, শ্রমিকদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available