সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে একটি ব্রিজ নির্মাণের ৩ বছর পার হলেও এখনো নির্মাণ হয়নি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি কোনো উপকারেই আসেনি সাধারণ জনগণের। বর্ষা মৌসুমে এ পথে যাতায়াত করতে দুর্ভোগের সীমা থাকে না তাদের।
জানা যায়, ইসতিয়াক আরিফ নামের একজন ঠিকাদার পূর্বের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো বিল উত্তোলন করে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, শুধুমাত্র সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না। কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ সড়কের অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। এই ব্রিজের দুই পাশে অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণ করা জরুরি।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আছলাম বেপারী বলেন, এটা আমাদের আগের টার্মে টেন্ডারের কাজ। টেন্ডারে সংযোগ সড়কসহ প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিলো। বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নলেজে দেওয়া আছে।
সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নূর নাহার বেগম বলেন, শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available