স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যুগে যুগে বিভিন্ন দেশে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো এক মহামানবের আবির্ভাব ঘটে। ড. ইউনূস সেই দায়িত্বে আছেন। এই দায়িত্বে ইউনূস সাহেবকে অবশ্যই সফল হতে হবে।
২৬ জানুয়ারি রোববার সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, জনগণ তিনটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি। তারা প্রস্তুত হয়ে আছে। তারা আগ্রহ নিয়ে বসে আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজের ভোট অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে এমনটাই দেখতে চাই। সৎ মানুষের সম্মান এই সমাজে বৃদ্ধি করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মহামূল্যবান সম্পদ আমাদের সন্তানকে লেখাপড়া করিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমানে ড. ইউনূস সকল জাতির প্রতিনিধিত্ব করছেন। সকলকে মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন তিনি, বিশেষ কোন ব্যক্তিবর্গকে নয়। কারণ বিশেষ কোনো ব্যক্তিবর্গ আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available