• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে জমি নিয়ে বিরোধ: বিল্ডিংয়ের দেয়াল ভাঙ্গার অভিযোগ

৯ মে ২০২৩ সকাল ০৮:৫৪:২২

রাজাপুরে জমি নিয়ে বিরোধ: বিল্ডিংয়ের দেয়াল ভাঙ্গার অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে টিনসেট বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।

১মে সোমবার উপজেলার পুটিয়াখালী মীরের হাট এলাকায় আকন বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী সিমু আক্তার। সিমু আক্তার ঐ এলাকার আলী আজিমের স্ত্রী।

সিমু আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মো. শহিদ আকনের সাথে দীর্ঘ দিন ধরে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিরোধীও জমি আমদের ক্রয়কৃত। আমদের ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা করে প্রতিপক্ষ শহিদ আকন। গত ১ মে বিকেলে আমাদের ক্রয়কৃত জমিতে টিনসেট বিল্ডিং ঘরের চার পাশের দেওয়াল ভেঙ্গে ফেলে শহিদ আকন। কেনো ভেঙ্গে ফেলেছে জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে।

তিনি আরও বলেন,  আমি তাকে গালমন্দ করতে নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে। আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি এবং হুমকি প্রদান করেন। শহিদ আকন আমাদের দেখলেই গালমন্দ শুরু করে। সে আমাদের খারাপ অঙ্গবঙ্গী দেখায় এবং কুপ্রস্তাব দেয়।

এ বিষয়ে শহিদ আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিল্ডিং টিতে আগেই গাছ পরে ভেঙ্গে যায়। পরবর্তীতে আমি দেয়ালের কিছু অংশ (ধাক্কা দিলে) ভেঙ্গে যায়। ওই জমি আমার ভাইয়ের।

এ বিষয়ে রাজাপুর থানার এস আই রফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে মো. শহিদ আকনের বিরুদ্ধে শিমু আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০