• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:০১:২৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১২:০১:২৩ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা চকবাজারে উপসচিব শওকত আলীর ওপর দুর্বৃত্তদের হামলা, প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

২৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১৯:৫৪

ঢাকা চকবাজারে উপসচিব শওকত আলীর ওপর দুর্বৃত্তদের হামলা, প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়ন ধুলাউড়ির হাটে উপসচিব শওকত আলীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার বিকাল ৪টায় রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) উপসচিব শওকত আলী।

একজন সৎ এবং নিরহংকার বিনয়ী মানুষ হিসাবে দীর্ঘদিন তানোর উপজেলার ইউএনও হিসেবে অনেক ভালো কাজের সুনাম কুড়িয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর দিয়ার উচ্চ বিদ্যালয় এর অধ্যক্ষ সাজেমান আলী, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবীনগর আল মাদ্রাসা তুস সালাফিয়ার প্রিন্সিপাল শফিকুল ইসলাম, সমাজসেবক মাইনুল ইসলাম, জহুরুল ইসলাম, আরব আলী, নূর মোহাম্মদ এবং দেবীনগর ইউনিয়নের সকল শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এলাকাবাসীর অভিযোগ তিনি একজন সৎ ও ন্যায় পরাণ মানুষ হিসেবে বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর থেকে সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি হিসাবে উপসচিব পদে উন্নতি হয়েছেন। ২৬ জানুয়ারি রোববার বিকালে চকবাজারে নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলা শিকার হন এবং প্রাণ নাসের চেষ্টা করেন, এসময় গাড়ি ভাঙচুরসহ গুরুতর আহত হন।

মানববন্ধনে বক্তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬