• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:০৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৭:০৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

২৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৪:৩০

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রাখে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেয়নি।  

২৭ জানুয়ারি সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন বিষয়টি বুঝতে পেড়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন।

এদিকে ব্যাংকে থাকা টাকা বা অন্য কোনো কিছু লুট হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ব্যাংকের কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫