• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৪:০৫ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫৪:০৫ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ইমাম হোসেন পেলেন কর্মসংস্থান

২৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:১০:৪৬

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ইমাম হোসেন পেলেন কর্মসংস্থান

পিরোজপুর প্রতিনিধি: জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) কর্মসংস্থানের জন্য মালামালসহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মো. সৈয়দ আশরাফুল আলম খান।

ইমাম হোসেন স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার মাহমুদকাঠি গ্রামের মৃত মো. আফসার উদ্দিনের ছেলে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময়ে তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায়া জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

মালামালসহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মো. ইমাম হোসেন বলেন, ১১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এসময়ে নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই এক পর্যায়ে আমার বা হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ইমান হোসেনের বড় বোন তাসমী সিদ্দিকা বলেন, সরকার ও জেলা প্রশাসকের এ সহায়তায় ইমান পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবো। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাযহান মাহমুদ বলেন, জুলাই বিপ্লাব ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায়া জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপি'র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়াক মো. নাসির উদ্দিন তালুকদার, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামের সহ-সাধারণ সম্পাদক ও পৌর জামাযাতে ইসলামের আমির মো. জহির উদ্দিন, নেছারাবাদ পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো. ওযাহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. হারিসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬