রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার সকাল থেকে দিনব্যাপী অসহায়, দরিদ্র জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। উপজেলার মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দায়িত্বপূর্ণ দুর্গম দুলুছড়ি, কুকুজ্যাছড়ি ও কেরকাটা এলাকায় বসবাসকারী শতশত মানুষ এ সেবা গ্রহণ করেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাপ্রধানের দিক নির্দেশনায় ও ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেলের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রধান করেন ১০ আর ই ব্যাটলিয়নের মেডিকেল অফিসার। ১০ আর ব্যাটলিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available