• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:১৬:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:১৬:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় তারুণ্যের উৎসবে যুব ও উদ্যোক্তা সমাবেশ

২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৪১

নলডাঙ্গায় তারুণ্যের উৎসবে যুব ও উদ্যোক্তা সমাবেশ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় তারুণ্যের উৎসবে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

ইউএনও মো. রেদুয়ানুল হালিম বলেন, যুগে যুগে এ দেশের যুব-সমাজ দেশের সংকট মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। যুবরাই জাতির শক্তি ও মনোবলের প্রতীক। যদি তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থেকে এগিয়ে আসে, তবে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মো. আশিকুর রহমান। উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ সবুজ ,উদ্যোক্তা মোস. জেসমিনা, মো. রাসেল, রহিম খাতুন, মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫