কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি।
২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন করতে হয়েছে। ১৬ বছর আন্দোলনের পরে সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। রিয়াজ, সাঈদসহ অনেকে শহীদ হয়েছে। তেমনিভাবে ১৯৫২ সনে সালাম বরকতের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষা পেয়েছিলাম। ১৯৬২ সনে ওয়াজিউল্লাহ, বাবুলের মাধ্যমে আমরা শিক্ষা অধিকার পেয়েছিলাম। ৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন, জিহাদ এবং ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছিলাম।
তেমনি ২০২৪ সালে জুলাই-আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আবার নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আপনারা ২০১৪ সালে, ২০১৮ সালে ভোট দিতে পারেননি। আমি চারবার এমপি হয়েছি চারবারই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে এবং পরবর্তীতে প্রত্যেকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তখন আপনার ভোট আপনি দিবেন যেখানে খুশি সেখানে দিবেন। এতে আপনাদের স্বাধীনতা থাকবে। ভোটের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। ভোটার হালনাগাদ হচ্ছে। সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যত সম্ভব দ্রুত নির্বাচন দিবেন।
কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আলম তালুকদার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা কামাল আহমেদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, যুবদল নেতা মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ সেলিম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available