ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: মাইজভান্ডার দরবার শরীফে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়ার ব্যবস্থাপনায় আগামী ২৭ মাঘ সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারির ৮৮তম বার্ষিক খোজরোজ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান দরবারের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।
মাওলানা মুহাম্মদ বাকের আনছারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ নুর আহমেদ, উপজেলা সমবায় অফিসার শহীদ ভুঁইয়া, অ্যাড্যাভোকেট কাজী মহসিন চৌধুরী, অ্যাড. নসরত আলম বাবর ও মো. তৌহিদুল আলম।
সভায় খোশরোজ শরীফে আগত ভক্ত আশেকানদের নিরাপত্তা জোরদার, যাতায়াত সুবিধা, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন বিষয়ে মোট ২৭টি সিদ্ধান্ত গৃহিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available