• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:১৬:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:১৬:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৬:৩৩

অবশেষে হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে জেলা কারা কর্তৃপক্ষ।

২৯ জানুয়ারি বুধবার সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করা হয়। দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারের গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন সতেন্দ্র কুমার ও বাবুল সিং। এদের মধ্যে সতেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্র পালের ছেলে। অপর দিকে বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, অনুপ্রবেশের দায়ে গত ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পরে কারাগারে পাঠায় আদালত। তবে গত ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়। বিষয়টি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে কর্তৃপক্ষের। পরে কুটনৈতিক আলোচনা সাপেক্ষে মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।

এ ব্যাপারে শরীয়তপুর কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) আসমা আক্তার পাপিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার দুই ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করা হচ্ছে। মরদেহ দুটি দীর্ঘদিন ধরে হাসপাতালের হিমাগারে রাখা ছিল। আমরা সৎকার শেষে বিষয়টি সসংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দিব বলে জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ