• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৩:২১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৩:২১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা

২৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩১

শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় আব্দুল আলিম নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস।

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল নামক স্থানে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সেক্যাভেটর (ভেকু মেশিন) জব্দ এবং সেই সঙ্গে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে আব্দুল আলিম নামে এক এক্সক্যাভেটরের (ভেকু মেশিন) মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অবৈধভাবে মাটি, বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুন
৩ এপ্রিল ২০২৫ দুপুর ০২:২০:১০