• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই মাঘ ১৪৩১ রাত ১১:৪১:২৯ (30-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই মাঘ ১৪৩১ রাত ১১:৪১:২৯ (30-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন কিশোরকে নির্যাতন

৩০ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৬:১৯

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন কিশোরকে নির্যাতন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ‘আমার বাপ-মা কেউ নেই, আমি চোর না। আমাকে চেনেন না তোমরা, আমার বাড়ি তো ঐ পাশের গ্রামে।’  এমন আকুতি জানিয়েও রেহায় পাননি মানসিক ভারসাম্যহীন কিশোর সোবাহান। চোর সন্দেহে তাকে অমানুসিক নির্যাতন করেছে অতিউৎসাহী কিছু যুবক।  

ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি রাতে পীরগাছা ইউনিয়নের পবিত্রঝার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুর এলাকার মৃত আলী ফকিরের ছোট ছেলে সোবহান কিছুটা মানসিক রোগী হওয়ায় ও পরিবারে বাবা না থাকায় অনেকটা ভবঘুরে জীবন যাপন করে। বুধবার ঘটনা রাতে পবিত্র ঝার মাদরাসাপাড়া এলাকায় এক বাড়িতে পানি খাওয়ার জন্য প্রবেশ করলে বাড়ির লোকজন তাকে চোর ভেবে  চিৎকার দেয়। ভয়ে দৌড়ে দিলে এলাকার কিছু যুবক তাকে আটক করে। পরে কয়েক ঘণ্টা ধরে চলে কিশোর সোবাহানের উপর নির্যাতন।

এ সময় এলাকার কয়েকজন খোঁজ-খবর নিয়ে তার বড় ভাইয়ের সন্ধান পায় এবং চুরির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে তার বড় ভাইয়ের জীম্মায় দেয় এলাকাবাসী।

এ বিষয়ে সোবহানের বড় ভাই জানান, আমার ভাইয়ের মানসিক সমস্যা আছে। এটা এলাকার সবাই জানে। তার পরও তাকে এভাবে রাতভর মারলো। যদি সে চোর হয় তাহলে পুলিশকে দিতো মারলো কেন? আমরা গরিব মানুষ আমাদের বিচার আল্লাহ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দৌলতপুরে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
৩০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:২১

কেরানীগঞ্জে অবৈধ স্থাপনায় রাজউকের অভিযান
৩০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৮