• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:২১:৩৩ (20-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:২১:৩৩ (20-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাত মাসে ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ: কর্নেল হাফিজুর রহমান

৩০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:১৫:৫৩

সাত মাসে ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ: কর্নেল হাফিজুর রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি: গত ৫৪ বছরের ইতিহাসে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সাত মাসে সুনামগঞ্জ সিলেট সীমান্ত এলাকায় সিলেট সেক্টরের, সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির বিজিবি কর্তৃক ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান সীমান্ত অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার প্রতাবপুর বিওপির আওতাভুক্ত সীমান্ত জনপদে বসবাসরত মানুষজনদের উপস্থিতি বিওপি সংলগ্ন এলাকায় ২৯ জানুয়ারি বুধবার ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশ ও জাতির বৃহৎ স্বার্থের তাগিদে, দেশের সার্বিক উন্নতির স্বার্থে সকলকে আইন মেনে চলা, চোরাচালান কারবার, চোরাচালানের মালামাল পরিবহনের কাজ পরিহার করে সৎ জীবন যাপনের আহ্বান জানিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান বিজিবি অধিনায়ক।  

ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় সভায় সীমান্ত নিরাপত্তা, সীমান্ত অপরাধ, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মানবপাচার, এপার ওপারে অবৈধ অনুপ্রবেশ বন্ধে উন্মুক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার, ওসি (তদন্ত), নকশিয়ার পুঞ্জি (খাসিয়া জনগোষ্ঠী) জাফলং গোয়াইনঘাট সিলেটের হেডম্যান ওয়েলকাম লাম্বা, স্থানীয় মসজিদের ইমাম, সাংবাদিক, পশ্চিম জাফলং ইউপির জনপ্রতিনিধিসহ সীমান্তের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

এদিকে সহস্রাধিক মানুষজনকে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সিলেটের সীমান্ত জনপদে বসবাসরত সুবিধা বঞ্চিত পরিবারের ১ হাজার সদস্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মতবিনিময় সভা পরবর্তী সময়ে ৪৮ ব্যাটালিয়ন উদ্যোগে বিজিবি অধিনায়ক মেডিক্যাল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউসহ অন্যান্য চিকিৎসকগণ। চিকিৎসাসেবা গ্রহকারীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল টিম ও বিজিবি’র অন্যান্য সদস্যগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



‘ডেভিল হান্ট’ অভিযানে আরও ৫৩২ জন গ্রেফতার
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:০৫


গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০:৫২







PrevNext
February 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
232425262728