চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। এসময় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
মঙ্গলবার ৯ মে দুপুরে উপজেলা কাঁঠাল বাগান চত্বরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় এসব ট্যাব ও ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয় ও উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার, পরিসংখ্যান তদন্তকারী সোহেল রানা, জেলা পরিষদ সদস্য মাসুদ রানা প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available