মানিকগঞ্জ প্রতিনিধি: ‘ভুলি নাই, ভুলবো না, ভুলিতে দিবো না’ এই স্লোগানে একত্রিত হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আলীনগর গ্রামের প্রাক্তন বাসিন্দারা। দীর্ঘ ৪০ বছর আগে পদ্মার ভাঙনে বিলীন হওয়া গ্রামটির বাসিন্দারা একে অপরের সাথে পুনর্মিলিত হতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
৩১ জানুয়ারি শুক্রবার পাটগ্রাম সরকারি অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয়ের সামনে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন করা হয়। বিদেশি বেসরকারি সংস্থায় কর্মরত আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাংবাদিক রতন, ব্যবসায়ী সহিদ, ফারুক হোসেন, মুন্নু, চুন্নু প্রমুখ।
আয়োজকদের মতে, ৩৮-৪০ বছর আগে হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়নের আলীনগর গ্রামটি পদ্মা নদীর ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এরপর গ্রামবাসীরা মানিকগঞ্জ, সাভার, ধামরাই, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে নতুনভাবে বসবাস শুরু করেন।
এত বছর পর সবাইকে একত্রিত করতে এবং পুরনো স্মৃতি রোমন্থনের জন্য এই মিলন মেলার আয়োজন করা হয়।
শুক্রবার সকালেই নিবন্ধন করা প্রায় ৮০০ মানুষ পরিবারসহ মিলন মেলায় অংশ নেন। পরে সবাই নৌকাযোগে হারানো গ্রাম আলীনগরের স্থানে গিয়ে পদ্মার পানিতে ডুবে থাকা নিজেদের জন্মভিটার ছোঁয়া অনুভব করেন। ফিরে এসে তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেন।
আয়োজকরা জানান, দুই-তিন বছর পর পর এমন মিলন মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে হারিয়ে যাওয়া শিকড়ের টান বজায় থাকে। বিকেলে উপহার ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। একে অপরের সঙ্গে দেখা করে, পুরনো দিনের কথা বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available