বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অ্যাডভোকেট মোকাম্মেল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ঠাকুর পাড়া নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মানিক সওদাগর।
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, নিলাক্ষিয়া আর,জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধার শিক্ষক সামিউল হক তোতা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরিফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমানসহ (রিপন) আরো অনেকেই।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নিলক্ষিয়া ফুটবল একাদশ ১-০ গোলে শ্রীবরদী আকরাম হোসেন আকন্দ স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলএডি টিভি। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available