বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির জন্য পিকআপসহ অবস্থান নেয়। গোপন সূত্রে এ তথ্য পেয়ে ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবির ডিউটিরত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে প্রেরণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করেন।
সংঘবদ্ধ ডাকাত দল গ্রেফতারে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আশিক রেজা। তিনি জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেফতার পাঁচজনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
গ্রেফতাররা ডাকাত দলের সদস্যরা হলেন, উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন বলে জানা গেছে। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবির বলেন, ‘আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available