• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৫:৩৫ (01-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৫:৩৫ (01-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে ডাকাত সর্দার গ্রেফতার

১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৯:১৩

সুনামগঞ্জে সেনাবাহিনীর হাতে ডাকাত সর্দার গ্রেফতার

ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শান্তিগঞ্জ ও ছাতক তিন উপজেলার সীমানাবর্তী দারাখাই নামক এলাকায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ পেলে ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলপতি আব্দুল কুদ্দুসকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

১ ফেব্রুয়ারি শনিবার ভোররাতে জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় দেশীয় তৈরি পাইপগান ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ডাকাত আব্দুল কুদ্দুস (৪৫) ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের ইন্তাজ উল্লার ছেলে।

গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১টায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দারাখাই নামক স্থানে সড়কে গাছ ফেলে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ অন্তত ২০ গাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুরের কলকলিয়া বাজারসহ আশপাশের স্থানীয়রা এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার নেতৃত্বে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে এবং তার তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। আসামি আব্দুল কদ্দুস এবং উদ্ধার করা অস্ত্রগুলো ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাটুরিয়ায় দেশবরেণ্য গুনীজনদের দেয়া হল সংবর্ধনা
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:৩৪




কুষ্টিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণ
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:১৮

নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:২৪