• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৪:৪৮ (01-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৯শে মাঘ ১৪৩১ রাত ১০:৫৪:৪৮ (01-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণ

১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:১৮

কুষ্টিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে একটি নির্মাণাধীন সেতুর শ্রমিকদের রাত্রি যাপনের অস্থায়ী ঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এতে কেউ হতাহত হননি।

৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বোমার শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গত দুই মাস ধরে মাথাভাঙ্গা নদীর ওপর তেকালা বেতবাড়িয়া সেতুর কাজ চলছে। সেতুর তেকালা প্রান্তে ঢেউটিনের অস্থায়ী ছাউনি করে সেখানে নির্মাণ শ্রমিকরা রাত্রি যাপন করেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত ওই ছাউনি লক্ষ্য করে পাঁচ ছয়টি হাত বোমা নিক্ষেপ করে। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে নির্মাণ শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই স্থানীয় তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান।

সেতু নির্মাণ প্রকল্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাথাভাঙ্গা নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকালা বেতবাড়িয়া সেতুর কাজ বাস্তবায়ন করছে।

স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আকরাম হোসেন বলেন, রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে জানতে পারি ব্রিজের নির্মাণ শ্রমিকদের ঘরে কে বা কারা বোবা হামলা করেছে। এ সময় আশপাশের লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কেন এ ধরনের ঘটনা ঘটল তা আমরা বুঝতে পারছি না।

তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিস বলেন, বিস্ফোরণের শব্দ এবং এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে শ্রমিকদের থাকার অস্থায়ী ঘরের টিনের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং বিস্ফোরিত বোমার আলামত দেখতে পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদা আদায়ের জন্য চাপ সৃষ্টি এবং আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা কারা এর সাথে জড়িত; তা খুঁজে বের করা হবে।

সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, গত দুই মাস ধরে সেতুর কাজ চললেও কোনো বেগ পেতে হয়নি। হঠাৎ করে কেনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো তা তারা নিজেরাও আন্দাজ করতে পারছেন না।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ফাঁড়ি। ঘটনার তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডুমুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক
১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪১:১৪



জলঢাকায় ফেনসিডিল ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি আটক
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪২


সাটুরিয়ায় দেশবরেণ্য গুনীজনদের দেয়া হল সংবর্ধনা
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:৩৪