ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। ১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ফটিকছড়ি সদরস্থ বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নব-নির্বাচিত ফটিকছড়ি প্রেস ক্লাবের কমিটিকে সংবর্ধনা দেয়া হয়।
ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক আহসান উল্লাহ ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মাস্টার নাজিমুদ্দিন ইমু, সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার ও অ্যাড. ইসমাইল গণি উপস্থিত ছিলেন।
এ সময় তারা ফটিকছড়ি প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দেশ ও সমাজ বিনির্মাণে তাদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, নতুন সভাপতি হিসেবে সৈয়দ মোহাম্মদ মাসুদ, সিনিয়র সহ-সভাপতি এসএম মোরশেদ মুন্না, সহ-সভাপতি মো. এমরান হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক মো. সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক মো. নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, মুহাম্মদ দৌলত শওকত, স্থায়ী সদস্য এম জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আবদুল কাদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available