নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করেছেন র্যাব-১৩ সিপিসি-২। এ সময় ৮০ বোতল ফেনসিডিল, ১ লক্ষ ৯৪ হাজার ৭০০ নগদ টাকাসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩১ জানুয়ারি শুক্রবার গভীর রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে মাদক ও টাকা লেনদেন করার সময় হাতেনাতে আটক করে তাদের জলঢাকা থানায় হস্তান্তর করা হয়।
১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে র্যাব-১৩ সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- জেলার জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের নুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম (৩২), রংপুর সদরের জলসত্র গ্রামের সুভাস চন্দ্র বর্মণের ছেলে সঞ্জয় রায় (২৭) ও লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার সিংগীমারী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিটন মিয়া (২৮)।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব তিন মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available