• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:১১ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৩:১১ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা!

২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:০৬:১৮

ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চন্দ্র বানু নামে এক মহিলা আহত হয়। 

১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়াপাড়ার সেলিমের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহীদের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম সাইফুল ইসলাম। ফটিকছড়ি উপজেলার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় তার শ্বশুরবাড়ি। ফাতেমা ইসলাম নামে তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রী লিজা বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও জানা যায়।

আওয়ামী লীগ সরকার পতনের পর সেই বড়বেতুয়া এলাকায় আমানের বাড়িতে থাকতেন। ঘটনার দিন শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে আহমদ ছাফা ও রফিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এলোপাতাড়ি পেটাতে থাকে।

পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কোন্দলে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার জানান, রাজনৈতিক কোনো কোন্দল নয়, ব্যক্তিগত আক্রোশের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে সম্পৃক্ত নয়। যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কেউই বিএনপির নয় বলে দাবি করেন তিনি।

এদিকে নিখোঁজ শিশু তাবাসসুমের হত্যাকাণ্ডের সাথে এ ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন, দুই গ্রুপের মারামারিতে দুইজন আহত হয়। তাদেরকে মেডিকেলে পাঠানো হলে শহীদ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৪:৩৯


ফকিরহাটে দেশি-বিদেশি মদসহ নারী গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:৪৭

শহীদ নাজিরের ৮২তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৯:১০