• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৪১ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:৪১ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১২:২২

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক এনামুল হক (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান।

২ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পৌরশহর এলাকার ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর অপর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়কে সব যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কালাই উপজেলার পৌরশহর এলাকার ঠুশিগাড়ী ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্টবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের পর বালুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান, তবে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিংয়ে আটকে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেটে চালকের মরদেহ উদ্ধার করে।

কালাই থানার ওসি জাহিদ হাসান জানান, নিহত চালকের পরিবারের লোকজন থানায় এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পালিয়ে যাওয়া ট্রাকচালক ও তার সহকারীকে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৪:৩৯