• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:১৮ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:১৮ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:১৭:৫৭

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হোসেনকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

১ ফেব্রুয়ারি শনিবার রাত ১টায় উপজেলার কানাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তোজাম্মেল হোসেন উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরে ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল, দোকানে অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় কয়েকটি পেট্রলবোমা বিস্ফোরণ করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা হামলার অভিযোগ আছে। আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৪:৩৯