কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় অপর ২ সদস্য পালিয়ে যান।
১ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাক্তা ইউনিয়নের চন্দিপুর চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ককটেল, ১টি মাইক্রোবাস ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারা হলেন, কামাল হোসেন (৫০), নান্নু বেপারী (২৬), বিপ্লব (৩২) ও রানা আহমেদ ওরফে লাভলু (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ডাকাত দলের ৬ সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর ২ জন পালিয়ে যায়। গ্রেফতারদের বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পূর্বে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available