• ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৯ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২০শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৯ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার সুবাদে দুই ফসলের জমিতে চাষ হবে তিনটি ফসল

২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৩:৩৮

চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার সুবাদে দুই ফসলের জমিতে চাষ হবে তিনটি ফসল

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: এখন থেকে দুই ফসলি জমিতে চাষ করা যাবে তিনটি ফসল। দুই ধান চাষাবাদের জমিতে দুটি ধানের চাষের মধ্যবর্তী সময়ে মাত্র ৮০ দিনের মধ্যেই উচ্চ ফলনশীল জাতের সরিষা ঘরে তুলতে পারবেন চাষীরা। এমনকি দেশী জাতের চাইতে বিঘা প্রতি ২-৩ মণ করে বেশি সরিষার ফলন পাওয়া যাবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ জাতের সরিষায়। ২ ফেব্রুয়ারি রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় মাঠ দিবসের অনুষ্ঠানে এসব তথ্য দেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

মাঠ দিবসের অনুষ্ঠানে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ রোপণের ৮০-৮৩ দিনের মধ্যেই ফলন দেয়। পাশাপাশি এর গাছ বড় হওয়ায় জ্বালানি হিসেবেও ব্যবহার উপযোগী। এমনকি দেশী জাতের সরিষার তুলনায় এর রোগ-বালাই অনেক কম। দেশী জাতের সরিষা যেখানে বিঘা প্রতি ৩-৪ মণ ফলন দেয়, সেখানে বিনা-১১ জাত বিঘা প্রতি ৬ মণ সরিষা উৎপাদন হয়।

মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, ভোজ্য তেলের চাহিদা মেটাতে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে সরিষা চাষ। তাই সরিষার চাষাবাদ বাড়াতে হবে। সেক্ষেত্রে উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কারণ এই জাতটি যেমন একদিকে ফলন বেশি দেয়, তেমনি রোগবালাইও কম।

মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার উপস্থিত কৃষকদের উদ্দেশ্য করে বলেন, জমিতে সারের দাম কম বলে অতিরিক্ত প্রয়োগ করা যাবে না। কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সঠিক নিয়মে সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন। কারণ অতিরিক্ত সার প্রয়োগে মাটির গুণাগুণ নষ্ট হয়। সয়াবিনে তেল কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। এটি বিভিন্ন রকম ক্যাম্সারের কারণ। তাই স্বাস্থ্য সুরক্ষায় এর বিকল্প হতে পারে সরিষার তেল। সরিষার তেল সব খাবারে ব্যবহার করা যায়। তবে নতুন জাতগুলো চাষাবাদ করতে হবে। কারণ এসব জাত উচ্চ ফলনশীল।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র মাঠ দিবসের আয়োজন করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে এই মাঠ দিবস আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৪:৩৯


ফকিরহাটে দেশি-বিদেশি মদসহ নারী গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:৪৭

শহীদ নাজিরের ৮২তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা
২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:২৯:১০