নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ঢাকা জেলার ডেমরা থানার আশুলিয়ার মোসলে উদ্দিন ভুঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫), ইতির ছেলে আয়ান (৬) ও প্রাইভেট কার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগদাপাড়ার মিলন ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেট আসছিলেন একই পরিবারের তিনজন। রোববার সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও পরবর্তীতে আরও দুইজন হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available