• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪৮ (11-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:৫৬:৪৮ (11-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় দর্শন পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত

২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৭

কুমিল্লায় দর্শন পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী এবং স্মরণিকা ‘প্রজ্ঞালোক’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা সরকারি কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক দর্শনের দ্বিতীয় পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করেন।

কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং কুমিল্লা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন জামান ও তাইমুর হোসেন ভুইয়া সজিবের সঞ্চালনায় আয়োজিত আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী আক্তার, কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ কলেজের প্রিন্সিপাল মো. শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দর্শনের দ্বিতীয় পুনর্মিলনী কমিটির আহ্বায়ক কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।
 
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, পরশুরাম সরকারি কলেজের প্রিন্সিপাল একেএম হারেস, সাবেক অধ্যাপক মো. শাহজাহান, চৌয়ারা আদর্শ কলেজের সাবেক প্রিন্সিপাল এএইচ এম শহীদুল্লাহ, টিচার ট্রনিং কলেজ ঢাকার উপাধ্যক্ষ অধ্যাপক ড. এজেডএম ওবায়দুল্লাহ, প্রফেসর সোহরাব হোসেন, অধ্যাপক একেএম হারেস, নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ, অধ্যাপক আজহারুল ইসলাম ভুইয়া, অধ্যক্ষ আবু সেলিম ভুইয়া, অধ্যক্ষ উমর ফারুক চোধুরী, অধ্যক্ষ জেসমিন আক্তার, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট কলেজের প্রভাষক মো. মাইনউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী সাজ্জাদুল কবির, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক পিজুস কুমারসরকার, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া সরকার, অ্যাডভোকেট আনিসুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী রৌশন আরা, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এনামুল হক সবুজ, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নাবিলা হালিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মিঠু মজুমদার, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বিউটি, নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ সিমা, প্রাক্তন শিক্ষার্থী বিবেক আনন্দ সাহা, সুমন দাস, রেদুয়ান আহামেদ, সাহেদুল হক, সৈয়দ আহমদ টুটুল, আবুল কালাম আজাদ, সৌদি প্রবাসী মেহেদী হাসান, ব্যাংকার সালাউদ্দিন, রুনী, নিশু, বুবলী, মৌসুমী, মোস্তফা, মিহির, জনিসহ আরও অনেকে।
 
অনুষ্ঠানে স্মরণিকা ‘প্রজ্ঞালোক’ প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অধ্যাপক আহসান পারভেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক হোসনে মোবারক, সাবেক শিক্ষার্থী পপি, শিক্ষার্থী সানজিদা এবং আমন্ত্রিত সংগীতশিল্পীরা।  
 
অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতেও এমন অনুষ্ঠান করার দাবি তুলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ইতালি প্রবাসী তপন খান এবং উপস্থিত সবাই এই প্রস্তাবে সমর্থন জানান। সব শেষে র‌্যাফেল ড্রতে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো
১১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৪:৪৭






PrevNext
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031