• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩১ রাত ১২:০৪:৩৮ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩১ রাত ১২:০৪:৩৮ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি

২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২১:৩২

কুষ্টিয়ায় পাউবো অফিসে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

২ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এসময় ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’র কর্মী সম্মেলন অনুষ্ঠান চলছিল। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান।

জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’র কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে এলোপাথাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যাই। দিনে দুপুরে এই ধরনের দুর্বৃত্তদের গুলিবর্ষণ মারাত্মক ধরনের আতঙ্কের বিষয়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটাও জানি না। সরকারি অফিসে এই ধরনের দুর্বৃত্তদের গুলিবর্ষণ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাড়ল এলপি গ্যাসের দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৫২

কুমিল্লায় দর্শন পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত
২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫৭