কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিতে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রসংসদের ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্যসচিব করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
২ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্যাডে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
কমিটিতে আহবায়ক হিসেবে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, ১ নং যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মো. আমিরুজ্জামান আমির, সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদস্য হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন এর নাম ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ৩০ মে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি ওই কমিটি বিলুপ্ত করা হয়। আহবায়ক কমিটি ২ বছর ৭ মাসেও উপজেলা সম্মেলনগুলো করতে ব্যর্থ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয় বলে দলীয় সূত্র জানায়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবঘোষিত কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলা হবে। এতে দলের ত্যাগী, পরীক্ষিত নেতারা স্থান পাবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available