• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ দুপুর ০১:০৪:২৮ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ দুপুর ০১:০৪:২৮ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫‎

৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪৯:২৭

নাটোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫‎

নাটোর প্রতিনিধি: ‎অভ্যন্তরীণ বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রামে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

২ ফেব্রুয়ারি রোববার বিকেল ৬টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎ 
৪নং নগর ইউনিয়নের যুবদলের সভাপতি মো. আতাউর রহমানের নেতাকর্মী যারা আহত হয়েছেন তাদের মধ্যে আছেন, মো. হৃদয় (২৫), ‎মো. সানাউল্লাহ (৫৫), কৃষক দলের থানা আহবায়ক মো. নাসিম হোসেন (২৭), মো. সাইদুল ডাক্তার (৫৫), নগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ‎মো. সাইফুল ইসলাম (৫২) ইউনিয়ন বিএনপি সদস্য ও মো. ফয়সাল হোসেন (২৩) নগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

অপর দিকে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমানের নেতাকর্মীদের মধ্যে যারা আহত হয়েছেন মো. রুবেল (২৬), হোসেন নগর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য মো. জিন্নাহ (৬০), হোসেন মিজানুরের বাবা মো. মিজানুর রহমান (৩৫), বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ‎মো. সাহানি হোসেন সুজন (৩০), ভারপ্রাপ্ত আহবায়ক নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মো. সাইফুল ইসলাম (৪৫), শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. আজগর আলী (৬৫), বিএনপি সমর্থক মো. সোহেল (২৫), ছাত্রদল নেতা মো. শুভ হোসেন (২২), মো. জুয়েল রানা (২০)।

৪নং নগর ইউনিয়নের যুবদলের সভাপতি মো. আতাউর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রস্রয় দেয় এবং আমরা নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে।

বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান জানান, কয়েন বাজারে স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয় তৈরির জন্য দোকান ভাড়া নিয়েছি। এতে বাধা দেন নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান।

তিনি আরো জানান, সার কীটনাশকের দোকানে চাঁদাদাবি করলে, আমি বাধা প্রদান করি। এতে আতাউর রহমান তার নেতাকর্মী নিয়ে আমার উপর আক্রমণ করে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান স্থানীয় কয়েন বাজারে দলীয় কার্যালয় তৈরির জন্য দোকান ভাড়া নেন। এতে বাধা দেন নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান।

‎এ নিয়ে  কয়েন বাজারে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৯:৩৬

সদরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০০:৩২