জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুনের হঠাৎ বদলির প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে ২ ফেব্রুয়ারি রোববার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে বর্তমান ওসিকে পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, ৫ আগস্টের পর থানার দায়িত্ব নেন ওসি শাহেদ আল মামুন। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে পারিবারিক কলোহসহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবস্যা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা, হত্যা মামলার আসামি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন রহস্য অতি দ্রুত উদঘাটন ও আসামি গ্রেফতার, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রাতদিন যেকোন প্রয়োজনে তার কাছ থেকে সঠিক পরামর্শ ও সুষ্ঠু সমাধান দিয়ে সকল মহলে প্রশংসিত হয়েছেন। সুতরাং তার বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করতে হবে। এটা জয়পুরহাট জেলাবাসীর দাবি। এর ব্যত্যয় ঘটলে কঠোর আন্দোলন করা হবে।
এ সময় জরুরি পরিষেবায় নিয়োজিত পরিবহন ব্যতিত সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় জনতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available