• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ দুপুর ০২:১৭:৪৩ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ দুপুর ০২:১৭:৪৩ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ককে হত্যার ঘটনার আটক ৩

৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১০:৫৭

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ককে হত্যার ঘটনার আটক ৩

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউপি খিলপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও চার সন্তানের জনক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়ার (৪৫) উপর হামলা করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

২ ফেব্রুয়ারি রোববার নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় রোববার দুপুরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া।

আটকরা হলেন উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার।

এ ঘটনায় স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা।

জানা যায়, ১ ফেব্রুয়ার শনিবার সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা উপজেলার বাসন্ডা গ্রামের হায়াতুন নবীর বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় সেলিম ভূঁইয়ার মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কামাল, মোবারক, কুতুব, মমিন ও লিটন।

এ সময় তারা দেশীয় অস্ত্র-শস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিম ভূঁইয়াকে হত্যা করে। বাকী দু’জনকে বেড়ধক পিটিয়ে গুরত্বর আহত করে ফেলে চলে যায়।

প্রত্যক্ষদর্শী গুরুতর আহত আবুল কালাম বলেন, আমরা দাওয়াত খেয়ে কাকৈরতলা বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পৌঁছলে আগ থেকে উৎপেতে মোবাশ্বেরের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে।

এসময় আমরা তাদের দেখে মোটরসাইকেল ঘুরানোর চেষ্টা করলে ৭০/৮০ জনের একটি গ্রুপ আমাদেরকে বেড়ধক পিটাতে থাকে।

একপর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আলীর মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিম ভূঁইয়া দৌড় দিলে তাকে ঘেরাও করে লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়।

এ বিষয়ে থানার ওসি এ, কে, ফজলুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শহীদদের রক্ত যেন বৃথা না যায়: ডা. শফিকুর রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০১:৩৫


শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:২৮:৩১




বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৯:৩৬

সদরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০০:৩২