• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৫:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০৮:২৫:৫৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু

৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৯:৩৬

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ শুরু

গাজীপুর প্রতিনিধি: টঙ্গীর তুরাগ তীরে শুরায়ী নিজামের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে এবার ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন।  

আজ ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ইজতেমা। এর আগে রোববার ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে।

ইজতেমার এ ধাপে যারা অংশগ্রহণ করবেন, তারা তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন ইতোমধ্যে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

রোববার প্রথম পর্বের ইজতেমার দোয়া শেষ করেই তাবলীগের স্বেচ্ছাসেবক কর্মীরা ময়দানের ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। আজ সকালে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই ধাপে অংশগ্রহণ করছে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এতে।

জানা গেছে, মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। ৩-৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে নিজ দেশে ফিরবেন তারা।

বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ