ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা এবং বসন্ত বরণ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ডা. রবিউল ইসলাম, উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক একেএস রোকন, সোনামসজিদ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু, সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাইয়াজ রহমান তনয় ও সাইমুন সাদাবসহ অন্যরা।
সভায় জানানো হয়, আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হবে। তিনটি মেলা উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available