সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নসিমন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় দরানী (২৪) নামে নসিমনের চালক নিহত হয়েছেন।
২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলার কালিখোলা এলাকায় সদরপুর টু আটরশি আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর ছেলে । তিনি রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে সদরপুর বাজার থেকে একটি নছিমন বাইশরশির দিকে যাচ্ছিল। অপরদিকে পুকুরিয়া থেকে একটি মাহিন্দ্রা সদরপুরের দিকে আসছিল। পথে কালিখোলা এলাকায় প্রশিকা অফিসের সামনে নছিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে যায় এবং চালক গুরুতর জখম হয়ে পাকা সড়কের ওপর ছিটকে পরেন।পরে স্থানীয়রা অচেতন থাকা ওই চালককে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয় । এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available