• ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ রাত ০৮:১১:৩১ (03-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২১শে মাঘ ১৪৩১ রাত ০৮:১১:৩১ (03-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৮:৫৪

চাঁপাইনবাবগঞ্জে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: এবার অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায়। ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করে বিএসএফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।

আটকরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আলিস, ইসহাক আলীর ছেলে দূরুল হুদা ও মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু।

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন, আমাদের সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কারণ, রোববার রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। সকালে বাজারে গেলে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৬


লংগদুতে দিনে-দুপুরে ছিনতাই
৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫১