সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদী থেকে ঢাকায় যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে তাদেরকে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থানা থেকে আদালতে যাবার পথে ‘জয় বাংলা’ স্লোগানে ও পুলিশ হত্যার বিচার দাবি চাইলেন ছাত্রলীগের এই ১০ নেতাকর্মী।
গ্রেফতাররা হলেন, বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুঁইয়া, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মনোহরদী পৌরসভা ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লাসহ আরও অন্যান্য ইউনিটের সদস্য।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলো। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ‘ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনূস তুই পদত্যাগ কর, ইউনূস তুই তওবা কর, জনগণের পায়ে ধর’ সংবলিত ব্যানার-পোস্টার জব্দ করা হয়। ব্যানার-পোস্টার গুলোতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি দেখা যায়।
গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বেই দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available