• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ দুপুর ১২:৪৮:৪২ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ দুপুর ১২:৪৮:৪২ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুলিবিদ্ধ

৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫৯:০৯

বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুলিবিদ্ধ

ব্রাক্ষণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খলিল মিয়া (৫৫) ও তাঁর ছেলে মো. আসিফ (২০) আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পরে সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বডি-কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে।

আহতদের স্বজন শিউলি আক্তার বলেন, 'সোমবার খলিল মামার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মামা ও তাঁর ছেলে গুরুতর আহত হয়। দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।'

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদেরকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেই ম্যাজিস্ট্রেট তাপসী বিচার শুরু
৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৬:৫৭

শুধু প্রেম করতেই ভুয়া এনএসআই সেজেছিলেন যুবক
৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২৪:১৪






লক্ষ্মীপুরে ডোবায় মিলল ব্যবসায়ীর মরদেহ
৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০০:০৬