• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ রাত ১০:০৪:০৫ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ রাত ১০:০৪:০৫ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:৩০

কুমিল্লায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৩ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর কালির বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্টের ঘটনায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযান চালানোর সময় আলেখারচর এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে আব্দুল কাদেরের কয়েকজন সমর্থক তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অশোভনীয় আচরণ করেন।

আদর্শ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সৈয়দপুরে ৩ অবৈধ ইটভাটায় জরিমানা
৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫২:১৫


ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:০৪