মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিজিবির নায়েক সুবেদার হাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলমগীর হোসেন।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার করমদী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন করমদী গোসাইডুবি গ্রামের মরজেম হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ায় আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে হাফিজুর রহমান। এ মাদকের ঘটনার সাথে আমার কোনো ভাবে সম্পৃক্তা নেই। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মামলাটি তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
স্থানীয়রা জানান, আলমগীর ভালো ছেলে। সে দীর্ঘদিন বিদেশে ছিল। বিদেশ থেকে এসে করমদী বাজারের চায়ের দোকান দিয়ে ব্যবসা করে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে তাকে চলা ফেরা করতে দেখা যায় না। মথরাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তার দোকানে মাঝে মাঝে চা খেতে আসতো।
ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, আলমগীর মাদক ব্যবসা করে এমন কোনো কথা শুনিনি। সে তো দীর্ঘদিন বিদেশ ছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসার কোনো অভিযোগ জানা নেই।
এ ব্যাপারে মথরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, মাদকসহ যে আসামিকে আটক করা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেয়া হয়েছে। আসামি আলমগীর হোসেন যে সকল কথা বলছে তার ১০ ভাগ সত্য আর ৯০ ভাগ মিথ্যা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available