রাঙামাটি প্রতিনিধি: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে তৃণমূলের নেতাকর্মীদের রেখে পতিত স্বৈরাচারি সরকারের প্রধানসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনদাবির মুখে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে।
এর পর থেকে সারাদেশে আওয়ামী ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হলেও ব্যতিক্রম রয়েছে পার্বত্য রাঙামাটি জেলা।
এই সুযোগে রাঙামাটির বিভিন্ন স্থানে দেয়াল লিখনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব কর্মকাণ্ড পরিচালনা করছে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে দেয়াল লিখনের মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দেন তারা। রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাতে আস্থা ও জয় বাংলা শ্লোগান লিখে শহরের দেয়ালে দেয়ালে চিকা মারে।
বিষয়টি নজরে আসায় ছাত্রদলের একদল নেতাকর্মী ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখন রং দিয়ে মুছে দেয়।
রাবিপ্রবি ছাত্রদল নেতা ও রাঙামাটি পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. আবুল হোসেনের নেতৃত্বে এসব দেয়ালে লিখন মুছে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সদর থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মো. শরীফুল আলম, ২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আবু নায়েম সাদ্দাম, পৌর বিএনপির সদস্য সোহাগ মিয়া, যুবনেতা আজগর, ছাত্রনেতা মো. সাজ্জাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, কিছু অপরাজনীতিবিদের প্রশ্রয়ে এবং তাদের ব্যবসায়িক পার্টনার হওয়ায় আওয়ামী লীগ ও তাদের দোসররা শক্ত অবস্থান তৈরি করছে।
তারা আরও বলেন, হাজার কোটি টাকা লুটপাট করেও নির্দ্বিধায় তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনার পাশাপাশি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকান্ড চালানোর সাহস পাচ্ছে। এ সময় ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available