পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ৫ ফেব্রুয়ারি বুধবার কুয়াকাটা প্রেস ক্লাবের আয়োজনে বেলা ১২টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আহত সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলাভিশন টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা জায়, ৪ ফেব্রেুয়ারি মঙ্গলবার রাতে নিজ বাসভবনের সামনে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ কয়েকশত মানুষ এতে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
এর আগে বেলা ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকরা মিরনের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয়।
এবিষয়ে মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available