শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে সাত জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার মেহের কালিবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের খবর দেন। শাহরাস্তি থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), হাজীগঞ্জ উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু হানিফ জানান, তারা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় আমরা তাদেরকে আটক করি। তারা নিষিদ্ধ ছাত্র লীগের বি-টিম হিসেবে মাঠে নেমেছে।
সমন্বয়ক আকতার হোসেন সিহাব জানান, তারা বিগত অবৈধ সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে।
এ সময় সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুল রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আল আমিন ভুঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে। আমরা সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available