স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, যে ভোটের অধিকারের জন্য এতো জীবন দিতে হলো, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার ও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ সবাই সতর্ক থাকবেন।
৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। আমরা ১৫ বছর ধরে জনগণের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়িঘর ছাড়া ছিলেন। শীতের দিনে অনেকে ফ্লোরে ঘুমিয়েছেন। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে, জনগণের স্বার্থে এই আন্দোলন করেছেন। এখনো ষড়যন্ত্র করে চলছে ষড়যন্ত্রকারীরা। তাই সকলকে সতর্ক থাকতে হবে। রাজপথে যেমন অতিতে ছিলাম এখনো আছি। আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন প্রেক্ষাপটে এ কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব দলকে শক্তিশালী করা। জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে আমরা ফতুল্লা থানা বিএনপির সাথে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হানিফ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনিছ মিয়া, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সুমন আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল শাখার সভাপতি বাবুল আহম্মেদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, নারায়নগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available