• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৩৯:২৩ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ দুপুর ০২:৩৯:২৩ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

অবৈধ পুকুর খননে নলডাঙ্গায় কমেছে ৭৮৭ বিঘা কৃষি জমি

৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৩:০৩

অবৈধ পুকুর খননে নলডাঙ্গায় কমেছে ৭৮৭ বিঘা কৃষি জমি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিগত ১০ বছরে কমেছে ৭৮৭ বিঘা কৃষি জমি। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমিতে নির্বিচারে পুকুর খনন ও অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে কমে গেছে কৃষি জমি।

নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলায় কৃষি জমির পরিমাণ ছিলো ১৪ হাজার ৬৫ হেক্টর, যা কমে ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬০ হেক্টরে। সেই সাথে সংকুচিত হয়েছে দেশের গভীরতম হালতিবিল। উপজেলায় পুকুর খননের মহোৎসব চললেও তা কিছুতেই রোধ করা যায়নি।

ফসলি জমিতে পুকুর খননে স্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও সে আইনের তোয়াক্কা করেনি কেউই। ফলে আবাদী জমির পরিমাণ কমে যাওয়াসহ খননকৃত পুকুরের পাশে শত শত বিঘা জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া ইচ্ছেমতো নষ্ট করা হচ্ছে দেশের সবচেয়ে গভীর জলাশয় হালতিবিলকে। বিলের ঠিক মাঝখানে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে জাহাজ আকৃতির ওয়েসিস হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং এখনও বিলে কৃষিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

বর্ষাকালে দেশি প্রজাতির অন্তত শতাধিক প্রজাতির মাছের আধার তৈরী হয় এই  হালতিবিলে। উন্মুক্ত জলাশয় থেকে মাছ শিকার করে জীবন, জীবিকা চলে বিল দুটির অন্তত লক্ষাধিক মানুষের। কিন্তু বিলের মাঝখানে বেসরকারি বিভিন্ন স্থাপনায় পানি প্রবাহে বাধাগ্রস্তের পাশাপাশি মাছের স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করছে। এতে করে ব্যাহত হচ্ছে মাছ উৎপাদন।

স্থানীয়র জানান, নলডাঙ্গা উপজেলার হাজার হাজার কৃষকের সংসার চলে মাঠে ফসল উৎপাদন করে। পুকুর খনন করার কারণে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়। উপজেলার কিছু প্রভাবশালীর কারণে মাটি ব্যবসায়ীরা এসব কাজ করে থাকে। প্রশাসনের কাছে দাবি, হালতিবিলসহ উপজেলার কোথাও যেন কোনভাবেই পুকুর খনন করতে দেওয়া না হয়।

নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, হালতিবিলে গড়ে ওঠা ওয়েসিস হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেওয়া হয়েছে। তারা জবাবও দিয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য অফিসের মতে, উপজেলায় পুকুর রয়েছে সাড়ে ৩ হাজার। এ উপজেলায় ৫টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি পুকুর রয়েছে বিপ্রবেলঘরিয়া ও পিপরুল ইউনিয়নে।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেন বলেন, জমি কমে যাওয়ার কারণে, ফসলের উৎপাদন কম হচ্ছে। সেই ক্ষতি পূরণের জন্য, নতুন নতুন প্রযুক্তি নিয়ে কৃষি বিভাগ কৃষকদের সাথে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










স্যার না বলায় এসপির দম্ভোক্তি, ভিডিও ভাইরাল
৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০৭:৩৫